গৌরনদীতে শষ্যকর্তন ও মাঠ দিবস পালিত

র উদ্যোগে শষ্যকর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় হরিসেনা গ্রামের একটি ইরি ব্লকের ফসল কর্তনের মাধ্যমে গুটি ইউরিয়া ও গুরা ইউরিয়া প্রয়োগে ফসল উৎপাদনের পার্থক্য নির্নয় করা হয়।

মাঠ দিবস পালন উপলক্ষে পৌর কাউন্সিলর মোঃ বাবুল খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আইএফডিসির আপি প্রকল্পের মৃত্তিকা বিজ্ঞানী ড. এমএ মজিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল, সংরক্ষিত পৌর কাউন্সিলর সাবিনা খন্দকার। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, আইএফডিসির ফিল্ড কর্মকর্তা ইকবাল হোসেন, ব্লক ম্যানেজার দেলোয়ার হোসেন, কামরুল হোসেন, ইউপি সদস্য কামাল সরদার, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে গৌরনদী উপজেলায় ৬ হাজার ৬৭৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করায় গত বছরের তুলনায় এবছর প্রতিটি ব্লকে দ্বিগুন ফলন হয়েছে।