আগৈলঝাড়ায় যুবদল ত্রি-ধারায় বিভক্ত

এ কারনে হতাশায় ভূগছেন তৃণমুল পর্যায়ের যুবদল নেতাকর্মীরা। এক গ্র“প অপর গ্র“পের বিরুদ্ধে বিষোদোগার বক্তব্য দিচ্ছেন। গ্রুপিং এর কারনে যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। দলীয় একাধিক সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার সময় অনেক নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। ওই কমিটিতে অনেক বিতর্কিত যুবদল নেতার নাম অন্তভূক্ত ছিল। তখন জেলা উত্তর যুবদলে সভাপতি কবির আফসারী তার স্বাক্ষর জাল করার কথা সাংবাদিকদের বলেছিলেন। তিনি ওই কমিটিকে ভূয়া আক্ষা দিয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আকন কুদ্দুসুর রহমান সমর্থীত উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা কর্মীদের না জানিয়ে গুটি কয়েক নেতা কর্মী নিয়ে ৫টি ইউনিয়ন যুবদলের কমিটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৯ এপ্রিল ঘোষণা করেন।  কমিটি ঘোষণার পরে তৃণমুল নেতা কর্মী সহ কমিটির অন্তভুক্ত অনেক নেতাকর্মীরাই জানেন না বলে জানান। এ নিয়ে ৫টি ইউনিয়নের ত্যাগী যুবদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ  কমিটি প্রত্যাক্ষাণ করে গত ১ মে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সমর্থীত যুবদল আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলী হোসেন স্বপন ভূইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় বিতর্কিত কমিটি প্রত্যাক্ষান করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহ- সভাপতি  কবির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিকদার ও যুবদলের যুগ্ম আহ্বায়ক  রাশেদুল ইসলাম টিটন, জয়, মিঠু ও শিপন হাওলাদার প্রমুখ। ফিরোজের আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন  সমর্থীত যুবদল নেতা আবুল হোসেন মোল্লা ওই কমিটিকে ভূয়া, পকেট কমিটি হিসাবে আক্ষা দিয়েছেন। অগঠনতান্ত্রিক ভাবে কমিটি করে যুব দলের মধ্যে বিভ্রান্তী  সৃষ্টি করছেন ফিরোজের আহ্বায়ক কমিটি। তারা যুবদলের আহ্বায়ক কমিটি অধিকাংশ নেতা কর্মীদের মতামত না নিয়ে এ কমিটি ঘোষণা করে বিতর্ক সৃষ্টি করেছেন। যুবদলের গ্রুপিংএর কারনে উপজেলা সদরে কেন্দ্রীয় দলীয় কোন কর্মসূচী পালিত হয়নি। এক গ্রুপ আরেক গ্রুপের উপরে দোষারুপ করে রেহাই পেয়ে যান। বর্তমান যুবদলের এই কার্যক্রমের কারনে তৃণমুলের যুবদলের নেতাকর্মীরা পড়েছে মহা সংকটে। এক কারনে তারা কোন গ্রুপের কার্যক্রমে অংশ গ্রহণ করেন না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা জানান, অগঠনতান্ত্রিক ভাবে জেলা উত্তরের সভাপতির স্বাক্ষর জাল করে ফিরোজ যুবদলের আহ্বায়ক হয়েছেন। আগৈলঝাড়ায় বৈধ যুবদলের আহ্বায় আলী হোসেন স্বপন ভূইয়া।