গতকাল শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাহান আরা আব্দুল্লাহ।
জানা গেছে, গত ২০০৮-০৯ ইং অর্থ বছরের বাজেটে এলজিইডির বাস্তবায়নে ১৮ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করা হয়।
নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্কুল মাঠে এক আলোচনা সভা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাহান আরা আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদীর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান নবী, উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া, সহকারি শিক্ষা অফিসার আব্দুল আজিজ। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, এইচ.এম শাহআলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম প্রমুখ। শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন।