বানারীপাড়ায় চিনির কৃত্রিম সংকট, দাম চড়া

সৃষ্টি করে এক রাতের ব্যবধানে ৫০ কেজির চিনির বস্তা প্রতি ২ শ টাকা বেশি দামে বিক্রি করছে। গত বুধবার সকাল থেকে বন্দর বাজার ব্যবসায়ীরা প্রতি বস্তা চিনি ২৬শ টাকায় বিক্রি করলেও পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দোকানীরা ভোল পাল্টে প্রতি বস্তা চিনিতে ২শ টাকা বৃদ্ধি করে ক্রেতাদের কাছে বিক্রি করে। ব্যবসায়ীরা হঠাৎ করে চিনির দাম বাড়িয়ে বেশীদামে বিক্রি করায় ক্রেতারা হতাস হয়ে পড়ে। এবিষয়ে বন্দর বাজারের পাইকারী চিনি ব্যবসায়ী সংকর জানান, আন্তরজাতীক বাজারে চিনির দাম বেশী ছাড়াও দেশীও পাইকারী বাজারে চিনির দাম বেশী হওয়ার পাশাপাশি লেবার সংকট থাকার কারনে তারা ডেলিবারি দিতে পারছেনা। এজন্য মোবাইলের মাধ্যমে প্রতিদিনের আন্তরজাতীক ও দেশীও পাইকারী বাজার দর জানতে পেরে তাদের সাথে সামনজস্ব রেখে তারাও বেশীদামে বিক্রি করছেন। এদিকে চিনির দাম বৃদ্ধি পাওয়ায় চা দোকানীরা প্রতি কাপ চায়ে ১ টাকা বৃদ্ধি করেছেন। একইভাবে চিনি দিয়ে তৈরি হওয়া মিষ্টি সহ বিভিন্ন খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে বলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়েছে।