হাইকোর্টে লিমনকে ৬ মাসের আগাম জামিন

৬ মাসের আগাম জামিন দেয়া হয়েছে। সেই সাথে তার ইচ্ছেমত যে কোন হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে পারবে। সরকার চিকিৎসার সমস্ত ব্যায় ভার বহন করবে বলে আদেশে উল্লেখ করা হয়। সেই সাথে লিমন অসুস্থ থাকা অবস্থায় কেন হাসপাতাল থেকে নাম কাটা হলো এবং এ জন্য কেন তদন্ত কমিটি গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

গতকাল হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আনোয়ারুল হক সম্মন্বয় বেঞ্চে আইন ও শালিস কেন্দ্রর পক্ষে সুলতানা কামাল পিটিশনার হিসেবে আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দিয়ে রুল জারি করা হয়। পিটিশনারের পক্ষে এ্যাডভোকেট ড. শাদিন মালিক, এ্যাডভোকেট জেড আই খান পান্না আদালতে এ পিটিশন উপস্থাপন করেন। শুনানী শেষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, ডিজি র‌্যাব, ঝালকাঠি পুলিশ সুপার এবং জেলা প্রশাসককের উপর এ রুল জারি করা হয়।