শাবিতে রবি-শিকড় আদিবাসী লোকজ উৎসব

সংগঠন ’শিকড়’ প্রথমবারের মত ২দিন ব্যাপী  আয়োজন করেছে আদিবাসী লোকজ উৎসবের। সংগঠনটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে দেশের আদিবাসী শিল্পীজনগোষ্ঠীর সাথে লোকজ শিল্পকে একত্রিত করে সেতুবন্ধন তৈরি করবে।

ক্যাম্পাসে উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লাইব্রেরি ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে শিকড়ের উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক জহির উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক জায়েদা শারমিন স্বাতী ও অধ্যপক ড. জহির বিন আলমসহ সংগঠনের সদস্যরা অংশ নেন। ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর সামনে শিকড়ের পনের বছর পূর্তি উপলক্ষে পনেরটি ফানুস উড়ানো হয়।

বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন ও স্বাগত বক্তব্য ও রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানের প্রথমেই ছিল শিকড়ের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান। ৬ টি আদিবাসী গোষ্ঠী চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা, মুরং, মগ শিল্পীদের পরিবেশনা এবং বাউল রানু সরকারের পরিবেশনায় বাউল সংগীত। এছাড়াও ছিল মনিপুরি, সাওতাল আদিবাসী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। এরপর বাউল আব্দুর রহমান ও তার দলের পরিবেশনায় বাউল সংগীত। সবশেষে ছিল জনপ্রিয় পালাকার ইসলাম উদ্দিন ও তার দলের পালগান। উৎসবের সহযোগিতায় রয়েছে মোবাইল অপারেটর কোম্পানী ‘রবি’। সহযোগিতায় প্রথম আলো ও মিডিয়া পার্টনার দেশ টিভি।