বরিশালে তথ্য ও প্রযুক্তি সম্প্রসারন কর্মসূচী অবহিতকরন সভা অনুষ্ঠিত

ওসমান বলেন,তথ্য প্রযুক্তির সম্প্রসারন ঘটলেই কৃষি,স্বাস্থ্য, শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়ন ঘটবে। দেশে অনেক কিছুর  অভাব থাকলেও জনবলের অভাব নেই। জনবল বা জনগনকে প্রযুক্তিগত ভাবে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব । তিনি আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি সম্প্রসারন কর্মসূচী অবহিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  নগরীর অশ্বিনী কুমার হলে বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) ও বরিশাল জেলা প্রসাসনের উদ্দোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মেজিস্ট্রেট রাশেদুল হাসান।

বক্তব্য রাখেন বিসিসি মেয়র শওকত হোসেন হিরন,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অতিরিক্ত সচিব ও কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমান,বিসিসির কন্সালটেন্ট মুনির হোসেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়াসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।  অনুষ্ঠানে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ৮টি কম্পিউটার,২টি করে ইন্টারনেট মডেম, ১টি প্রিন্টার এবং কম্পিউটার ল্যাব সংস্কারের জন্য ২০হাজার টাকা বিতরন করেন।