যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা আইউব আলী মিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলি আহসান মুজাহিদ, কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাঈদীর প্রতীকি ফাঁসি দিয়ে লাশে অগ্নিসংযোগ করা হয়।