স্কুল ছাত্রীকে জিম্মি করে ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে স্ত্রী দাবি

এক ছাত্রীকে জিম্মি করে ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছে এক বখাটে ও তার সহযোগীরা। পরবর্তীতে নোটারি পাবলিকের মাধ্যমে ওই ছাত্রীকে স্ত্রী দাবি করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে ওই বখাটে ও তার সহযোগীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী উপজেলার হরিসেনা গ্রামের আরিফ আকন্দের কন্যা ও সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রী নুরজাহান আক্তার স্মৃতিকে (১৪) দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গত বছরের ১৩ জুন সন্ধ্যায় অপহরন করে একই গ্রামের রাজ্জাক সরদারের পুত্র সজিব ও তার সহযোগীরা। ওই ঘটনায় স্কুল ছাত্রীর মা নাজমা আক্তার নাজু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ ১৫ জুন দুপুরে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। অপহরনের পর বখাটে সজিব ও তার সহযোগীরা জোড়পূর্বক ১৫০ টাকার দুটি ষ্ট্যাম্পে স্কুল ছাত্রীর স্বাক্ষর রেখেছিলো। স্কুল ছাত্রীকে উদ্ধারের পর স্থানীয়দের মধ্যস্থতায় তার পরিবার আর মামলা দায়ের করেননি। অতিসম্প্রতি বখাটে সজিব স্কুল ছাত্রী স্মৃতির কাছ থেকে জোড়পূর্বক রাখা ষ্ট্যাম্পের স্বাক্ষর দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্মৃতিকে স্ত্রী দাবি করে এলাকায় অপপ্রচার রটিয়ে দেয়। এ নিয়ে গত ৩ মে রাত নয়টার দিকে স্কুল ছাত্রীদের বাড়িতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। হরিসেনা গ্রামের সমাজসেবক মোঃ হায়দার আলী খলিফার সভাপতিত্বে সালিশ বৈঠক চলাকালীন সময় বখাটে সজিব ও তার ২০/২৫ জন সহযোগীরা অর্তকিত ভাবে স্কুল ছাত্রীদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা সটকে পরে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর মা নাজমা আক্তার নাজু বাদি হয়ে গত ৪ মে ৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাটকীয় ভাবে সজিব ও তার লোকজনে নিজেদের বসত ঘর ভাংচুর করে পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। অপরদিকে স্কুল ছাত্রীর মা নাজমা আক্তারের দায়ের করা মামলা উত্তোলনের জন্য বখাটে সজিব ও তার পরিবারের লোকজন বাদি নাজুকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। তাদের অব্যাহত হুমকির মুখে মামলার বাদি নাজমা আক্তার নাজু এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বখাটেদের অব্যাহত হুমকির পর স্কুল ছাত্রী স্মৃতিকে তার বাবার কাছে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অসিম কুমার সিকদার হামলা ভাংচুরের সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথেই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। তিনি আরো বলেন, ওইদিন শুধু ব্যবসায়ী আরিফ আকন্দের বসত ঘরেই হামলা হয়েছে অন্যকোন ঘর ভাংঙ্গার ঘটনা ঘটেনি। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের জোড়প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।