বরিশালের বাজারে জরীপ শুরু

চিত্র এবং ক্রয় ক্ষমতার তারতম্য নিরুপন করতে বরিশালের ৫ টি বাজারে জরীপকাজ চলছে । ওয়ার্ল্ড ব্যাংকের এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরো। বরিশাল আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা লিজেন শাহ নাঈম জানান, দ্রব্যমূল্য মনিটরিং করা পরিসংখ্যন ব্যুরোর নিয়মিত কাজ হলেও এবার জরীপের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ডলারের মূল্যমান নির্ধারন করা। এর আগে যা হয়নি। এ কারনে অনেক আইটেম বাড়ানো হয়েছে। এবার ৯২৮টি পণ্যের উপর বছরব্যাপী জরীপ হবে। তালিকাভুক্ত এ বাজারের মধ্যে গ্রাম এলাকার ২৩ টি এবং শহর এলাকার ৪৭ টি বাজার অর্ন্তভুক্ত করা হয়েছে। ৯২৮টি পণ্যের মধ্যে ৩৩৯টি ফুড আইটেম এবং ৫৮৯ টি নন ফুড আইটেম ।

পরিসংখ্যান কর্মকর্তা আরও জানান, বরিশাল বিভাগের চার জেলার পাচঁটি বাজারে এ জরীপ করা হচ্ছে। এরমধ্যে বরিশাল জেলায় বরিশাল সিটি এলাকার নতুন বাজার ও বড় বাজার এবং ভোলা, বরগুনা এবং পটুয়াখালীতে একটি করে বাজারে জরীপ করা হবে।

প্রতিমাসে ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত ফুড আইটেমের উপর জরীপ করার কথা থাকলেও বরিশালে ফুড আইটেমের উপর ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে জরীপ। নন ফুড আইটেমের জরীপ হবে তিন মাস পরপর ।

তিনি আরও জানান, যে সব পন্য ক্রেতারা বেশী কেনে সে সব পন্যের বাজার দর কেমন ওঠানামা করে তা মনিটরিং করা হচ্ছে। এছাড়াও তালিকাভুক্ত বাজারে নির্ধারিত আইটেম না থাকলে অন্য বাজারে তার দাম দেখা হবে ।