তাৎক্ষনিক গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম ও আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া করে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হারুন কবিরাজের পুত্র পলাশ কবিরাজ, পশ্চিম শাওড়ার সিদ্দিক বেপারীর পুত্র জুলহাস, উত্তর বিজয়পুরের কেরামত সরদারের পুত্র হাসান, একই গ্রামের জয়নাল খাঁনের পুত্র বাবুল খাঁ ও কাসেমাবাদের মৃত শাহাবুদ্দিনের পুত্র সোলায়মান।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা গভীর রাতে সন্দেহমূলক ভাবে চলাফেরা করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার কড়া পুলিশ প্রহরায় বরিশাল আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা জানান, গ্রেফতারকৃতরা সাবেক চীফ হুইপের বাড়ির পাশের ব্রিজে বসে সন্দেহমূলক আচরনসহ গোপন বৈঠক করছিল। যা সাবেক চীফ হুইপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই পুলিশ তাদের গ্রেফতার করেছে।