ভ্যানচালকের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর

শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের প্রভাবশালীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক কামাল সরদার গংদের সাথে দীর্ঘদিন থেকে কাসেমাবাদ গ্রামের প্রভাবশালী দেলোয়ার তালুকদার গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার তালুকদারের পুত্র সাইফুল ইসলাম ও সান্টু তালুকদারের নেতৃত্বে তাদের ১৫/২০ জন সহযোগীরা অর্তকিত ভাবে কামাল সরদারের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাড়ির লোকজনের ডাকচিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অসিম কুমার সিকদারের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ওইদিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই অসিম কুমার সিকদার বসত ঘর ভাংচুরের সত্যতা স্বীকার করেছেন।