গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে চার বখাটের কারাদন্ড

যৌণ হয়রানীর অভিযোগে গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক বখাটের এক বছর ও তার তিন সহযোগীকে এক মাসের করে কারাদন্ডের রায় ঘোষনা করেছেন।  

জানা গেছে, যৌণ হয়রানীর উদ্দেশ্যে কান্ডপাশা গ্রামের জহিরুল হক খানের স্ত্রী মরিয়ম বেগমকে (২২) শুক্রবার রাত সাড়ে দশটার দিকে একাকি ঘরে ঝাঁপটে ধরে বখাটে জুয়েল খান (২৫)। গৃহবধূর ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে জুয়েল ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ আটককৃত বখাটেদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের গতকাল শনিবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বখাটে জুয়েল খানকে এক বছর ও তার সহযোগী আরিফ মোল্লা, পলাশ খলিফা ও মিজান হাওলাদারকে এক মাসের করে কারাদন্ডের রায় ঘোষনা করেন।