বরিশালের গৌরনদী পৌরসভার কর্তৃক আয়োজিত একুশ ক্রিকেট কাপ টুনামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তরুন সংঘ ক্রীড়া সংগঠন ৫৮ রানে নিজাম স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে। শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পৌর মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধাক্ষ্য কুতুব উদ্দিন আইবেক, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক আবু সাঈদ নান্টু। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আওয়ামীলীগ নেতা কবির হোসেন খান, টুনামেন্ট কমিটির আহবায়ক লুৎফর রহমান দ্বিপ প্রমুখ। শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ান দলের মাঝে ২১ ইঞ্চি ও রানাসআপ দলের মাঝে ১৭ ইঞ্চি কালার টেলিভিশন বিতরন করেন।