শাবিতে কবি আব্দুল গফফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা

স্মারক বক্তৃতা-২০১১ অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিল রবীন্দ্রনাথের আত্মপরিচয় : স্বরূপ দর্শনের শিল্পভাষ্য’। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে স্মারক বক্ততায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবিপুত্র ও অতিরিক্ত সচিব মো¯তাফা আলী চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যের উপস্থাপনায় প্রধান বক্তা তার ‘রবীন্দ্রনাথের আত্মপরিচয় : স্বরূপ দর্শনের শিল্পভাষ্য’ শিরোনামের প্রবন্ধে বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সর্বজনীন কবি। নিয়ত পরিবর্তনের প্রতিভা ছিলে করি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রতিটি কবিতাই নতুন করে ব্যাখ্যা করা যায়। আর এখানের কবির স্বার্থকতা। কবি সব সময় মনুষত্ব ধর্মকে বুকে ধারন করেছেন।