মামলার বিবরনে জানা গেছে, গৌরনদী পৌর এলাকার লাখেরাজ কসবা গ্রামের মুদি ব্যবসায়ী মস্তুফা সরদার সম্প্রতি বুলু বেগম নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তিন সন্তানের জননী কহিনুর বেগমের (৩৫) সাথে প্রায়ই দাম্পত্য কলহ লেগে ছিলো। দাম্পত্য কলহের জের ধরে গত ৩১ জানুয়ারি রাতে স্বামী মস্তফা, ননদ হাসি বেগম, ননদ জামাতা সরোয়ার, দ্বিতীয় স্ত্রী বুলু ও লাল মিয়া পরিকল্পিত ভাবে কহিনুরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে নিহত কহিনুরের গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে রাখা হয়। ঘটনার ৫ দিন পর গত ৪ ফেব্র“য়ারি দুপুরে প্রতিবেশী রুহুল সিকদার মস্তফার ঘরের মধ্যে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মস্তফার বসত ঘরের মাঁচা (দোতালা) থেকে গৃহবধু কহিনুরের গলায় মাফলার দিয়ে ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় নিহত কহিনুরের পিতা আসমত আলী বাদি হয়ে উল্লেখিত ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পর পরই পুলিশ এজাহারভূক্ত আসামি লাল মিয়াকে গ্রেফতার করে।