শাবিতে ক্লাব এবং হল মসজিদের ভিত্তি প্রস্তর ন্থাপন

এবং বিশ্ববিদ্যালয় ক্লাবের গতকাল মঙ্গলবার  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন এই দু’টি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যে মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. কামাল আহমেদ চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, শাহপরান হল প্রভোস্ট ও অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান, ২য় দ্বিতীয় ছাত্র হল প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল গনি, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী আল নাসির খালেদ, চীফ মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, পরিকল্পনা ও উ্ন্নয়ন দপ্তরের পরিচালক মোল্লা আকবর হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সহসভাপতি আ ন ম জয়নাল আবেদীন, ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুতিউর রহমান। হল মসজিদ এবং বিশ্ববিদ্যালয় ক্লাবের বর্তমান অবস্থানেই এই দু’টি স্থাপনা স্থায়ীভাবে নির্মিত হবে।