ইসলামী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৬০ হাজার টাকা উধাও

থেকে মঙ্গলবার দুপুরে ৬০ হাজার টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রায় দু’ঘন্টা ব্যাংকের লেনদেন বন্ধ ছিলো। ফলে ব্যাংকে আগত গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ব্যাংকের গ্রাহক ভালুকশী গ্রামের কাজী উমার আলী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি (উমার আলী) ব্যাংকের ক্যাশ কাউন্টারের সম্মুখে বসে টাকা গুনে হাতে থাকা সাইড ব্যাগের মধ্যে রাখেন। মুহুর্তের মধ্যে ব্যাগের নিচের অংশ কেটে অজ্ঞাতনামা ব্যক্তিরা উমার আলীর উত্তোলনকৃত ৬০ হাজার টাকা নিয়ে যায়। এ নিয়ে ব্যাংকের মধ্যে হৈ চৈ শুরু হলে মুহুর্তের মধ্যে ব্যাংকের কলাবসিবল গেট আটকিয়ে সকল ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের চেক করেও টাকার হদিস মেলেনি। ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা থাকা সত্বেও ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে গ্রাহকের টাকা উধাও হওয়ার বিষয়টি নিয়ে ব্যাংক পাড়ায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।