প্রতারনার মাধ্যমে পাগলের সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ

সাকোকাঠী গ্রামের এক মানসিক ভারসাম্যহীন (পাগলের) সহয় সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত গণি বিশ্বাসের পুত্র প্রভাবশালী ভূমিদস্যু রহমান বিশ্বাস কর্তৃক গত ১৯ মে নানা প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে একই গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র মানসিক ভারসাম্যহীন ইউনুস খলিফা ওরফে পাগল ইউনুসের (৬০) ঘরবাড়িসহ সাড়ে ৫৭ শতক সম্পত্তি রেজিষ্ট্রি করে নেন। গত দু’দিন পূর্বে ইউনুসের আত্মীয়-স্বজনেরা এ খবর জানতে পেরে ভূমিদস্যু রহমান বিশ্বাসের কাছে জানতে গেলে সে (রহমান) তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে। এ নিয়ে গত দু’দিন থেকে ওই এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রহমান বিশ্বাসের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে এলাকার অসংখ্য নিরিহ ব্যক্তিদের সহয় সম্পত্তি, নগদ অর্থ আত্মসাত, ডাকাতি, সর্বহারা ও জঙ্গী হিজবুত তওহীদের সক্রিয় সদস্যসহ নিজ ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। হত্যা মামলায় তিনি (রহমান) দীর্ঘদিন কারাভোগও করে। এছাড়াও অসংখ্য প্রতারনার অভিযোগে দীর্ঘদিন পূর্বে এলাকাবাসি রহমান বিশ্বাসকে প্রকাশ্যে দিবালোকে বিষ্টাও খাইয়ে ছিলেন।