শিক্ষকের বেতের আঘাতে৭ ছাত্র আহত

শ্রেণীর ৭ ছাত্র গুরুতর আহত হয়েছে। গত ৯ মে ক্লাশে গাইড বই না আনার জন্য ইংলিশ শিক্ষক তরুন কুমার শীল ছাত্রদের বেধড়ক পিটিয়ে আহত করে। গতকাল ১০ মে অভিভাবকরা এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শামসুল হক জানান, ক্লাশে ছাত্রদের বেত দিয়ে পিটিয়ে ঐ শিক্ষক ভূল করেছে। এটা তিনি ঠিক করেনি। তাই অভিভাবকরা স্কুলে এসে অভিযোগ দেয়ায় তাদের কাছে শিক্ষক তরুন শীল ভুল স্বীকার করেছে। আহত ছাত্ররা হলো হাফিজুল, আসাদুল, রিদুল, সুজন-১, সুজন-২, শফিকুল ও আল-আমিন। গতকাল অভিভাবকদের সাথে স্কুলে এসে আহত ছাত্ররা জামা খুলে সাংবাদিকদের সামনে তাদের শরীরে বেতের আঘাতের জখম চিহ্ন দেখিয়েছে। এ ব্যাপারে শিক্ষক তরুন শীল ছাত্রদের  বই না আনার জন্য বেত দিয়ে পেটানোর কথা স্বীকার করেন। তবে বিষয়টি মিমাংসা হয়ে গেছে বলে জানান।