বরিশালে এমপি সরোয়ারের বিরুদ্ধে মামলা

হত্যা প্রচেষ্টায় কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারসহ ১২ জনের বিরুদ্ধে মাRajonমলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজনের ভাই মোঃ শাজাহান বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় জাহিদুল নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান।

এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখমের ঘটনায় বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক বিসিসির সাবেক মেয়র আহসান হাবীব কামালের সমর্থকরা মঙ্গলবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে বাকেরগঞ্জেও বিএনপি রাজনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।

উল্লেখ্য সোমবার রাতে বরিশালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর সফরসঙ্গী হিসেবে ভোলা থেকে কাউয়ারচর ফেরিঘাট হয়ে গাড়িবহর নিয়ে নগরীতে প্রবেশকালে দলের উশৃঙ্খল কর্মীরা রাজনের ওপর হামলা চালায়। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরন করা হয়েছে।