সাহেবরামপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসকের দাবিতে গতকাল সোমবার বিকেলে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবির গৌরনদীর উপজেলা ফোরম নেটওয়ার্কের উদ্যোগে কালকিনির সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামাল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিসিডিবির এরিয়া ম্যানেজার অমরিয় সরকার। বিশেষ অতিথি ছিলেন সাহেবরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আওলাদ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন শিক্ষক এস.এম মোয়াজ্জেম হোসেন, নারী নেত্রী মাহমুদা বেগম, ইউপি সদস্য শেফালী বেগম, মানসুরা বেগম, তাসলিমা বেগম, মতিউর রহমান প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, সাহেবরামপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও দীর্ঘ ২০ বছর ধরে এ পদটি শূণ্য রয়েছে। জনগুরুতপূর্ণ এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় প্রতিনিয়ত ওইসব এলাকার জনসাধারন সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনতিবিলম্বে এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক দেয়া না হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।