সাবধান! গৌরনদীতে নারী ছিনতাইকারীরা সক্রিয়

 ব্যবহৃত স্বর্ণের চেইন অথবা কানের দুল টেনে ছিড়ে নিয়ে কৌশলে পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারীরা। গত তিনদিন থেকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর, মাহিলাড়া ও টরকী এলাকায় এ ছিনতাইকারীদের আবির্ভাব ঘটে। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র দুরদর্শীতায় গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন নারী ছিনতাইকারীকৌশল অবলম্বন করে ওই চক্রের তিন সদস্যাকে গ্রেফতার করলেও চক্রের দু’সদস্যা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে থানায় বসে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে অভিনব পন্থায় ছিনাতাইয়ের তাদের এ কৌশলের কাহিনী।

ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, গত মঙ্গলবার বাটাজোর বাসষ্ট্যান্ডে বসে এ ছিনতাইকারী নারী চক্রটি কৌশলে বাসে ওঠার সময় এক গৃহবধূর ব্যবহৃত স্বর্ণের চেইন টেনে ছিড়ে নিয়ে যায়। একইদিন বাটাজোর হাই স্কুলের সম্মুখে বসে দুই ছাত্রীর ব্যবহৃত স্বর্ণের দুল ও চেইন ছিনিয়ে নিয়েছে এ চক্রের সদস্যরা। একইভাবে গত বুধবার মাহিলাড়া ডিগ্রী কলেজের সম্মুখে বসে এক ছাত্রীর স্বর্ণের চেইন ও মাহিলাড়া বাসষ্ট্যান্ডে বসে বাসে ওঠার সময় এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ চক্রটিকে ধরার জন্য গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ছদ্মবেশে থানার নারী পুলিশ ও সাদাপোষাকে পুরুষ পুলিশ সদস্যদের দিয়ে গৌরনদীর বিভিন্ন বাসষ্ট্যান্ড ও স্কুল-কলেজের সম্মুখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম দিনেই টরকী বাসষ্ট্যান্ড এলাকায় বসে সকাল সাড়ে দশটার দিকে বাসে ওঠার সময় ওই চক্রের সদস্যরা এক নববধূর ব্যবহৃত স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় থানার এস.আই শাহজালাল খলিফা ধাওয়া করে ওই চক্রের তিন মহিলাকে আটক করলেও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।        

এস.আই শাহজালাল খলিফা জানান, গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের প্রদ্বিপ মন্ডলের স্ত্রী তিপ্তি রানী মন্ডল (১৯) তার ভাই গৌতম বাছারের সাথে গতকাল বৃহস্পতিবার সকালে বাবার বাড়ি হিজলার কালিকাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা টরকী বাসষ্ট্যান্ড থেকে সকাল সাড়ে দশটার দিকে অন্যন্যা লোকালবাসে ওঠার সময় ভীরের মধ্যে বসে ছিনতাইকারী চক্রের এক সদস্য তার ব্যবহৃত স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিপ্তির ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জাহানারা বেগম নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। এসময় এস.আই শাহজালাল খলিফা ধাওয়া করে ওই চক্রের আরো দু’জন সদস্যাকে গ্রেফতার করেন।  

গ্রেফতারকৃতরা হলো-বাক্ষ্মনবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আলী আহম্মেদের স্ত্রী জাহানারা বেগম (২৫), একই গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৪) ও জালাল উদ্দিন তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (২৬)। এসময় ওই চক্রের আরো দু’সদস্যা কৌশলে ছিনতাইকরা তিপ্তির স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোর্শেদা বেগম জানান, দীর্ঘদিন থেকে তারা ৫ সদস্যর একটি দল বিভিন্ন জেলা ও উপজেলার বাসষ্ট্যান্ড ও স্কুল-কলেজের সম্মুখে দাড়িয়ে থেকে এ ছিনতাইয়ের কাজ করে আসছেন। এ ঘটনায় নববধূ তিপ্তি রানী মন্ডলের ভাই গৌতম বাছার বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছেন।  
রিপোর্ট: খোকন আহম্মেদ হীরা।