সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গতকাল সোমবার রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত থানার ওসি ও কনষ্টবলকে দেখতে আসেন.
ছবি: Gournadi.com
বরিশালের গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স শাহজাহান গতকাল সোমবার রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন। এ খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী হাসপাতালে ছুটে আসেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে থানার সরকারি মোটরসাইকেলযোগে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম কনষ্টবল শাহজাহানকে নিয়ে সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থ গ্রামের বাড়িতে রওয়ানা দেন। পথিমধ্যে গৌরনদীর বিল্লগ্রামের সাতবটতলার মোড় নামকস্থানে পৌঁছলে পথচারী মহিলা ও শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলসহ ওসি ও তার সঙ্গীয় ফোর্স রাস্তার পাশ্বে খাঁদে পরে যান। এতে ওসি নুরুল ইসলাম ও কনষ্টবল শাহজাহান মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তুরের লোকজন হাসপাতালে ভীড় করেন। রাত সাড়ে নয়টার দিকে সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদী হাসপাতালে চিকিৎসারত ওসি ও কনষ্টবলকে দেখতে আসেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকের কাছে আহতদের সম্পর্কে খোঁজ খবর নেন।