লামা ও আলীকদমের ৯ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল

৯ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যন পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৭৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের বরাবর দাখিল করেছেন। এর মধ্যে আলীকদম উপজেলার দু’টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী ৩০ জন ও সাধারণ সদস্য পদে ৭৫ জন। লামা উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩২ জন, সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী ৮৬ জন ও সাধারণ সদস্য পদে ৩০৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আলীকদম নির্বাচন অফিসার কাইছার মোহাম্মদ জানান, আলীকদমের ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন। চৈক্ষ্যং ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩০জন, সাধারণ সদস্যপদে ৭৫জন।

লামা উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, রূপসি পাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন, ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫৯ জন, নবগঠিত ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন, গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন, সরই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন।

নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র যাচাই বাছাই আগামী ১৫ ও  ১৬ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৩ মে, প্রতীক বরাদ্দ ২৪ মে। এ দু’উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ ৮ মে।