পৌর নির্বাচনী ব্যালট আদালতে দাখিল করেছে নির্বাচন কমিশন

পরাজিত মেয়র প্রার্থীর দায়ের করা মামলায় ভোটার সংশ্লিষ্ট ব্যবহৃত ব্যালট অরক্ষিত ভাবে আদালতে দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন সংশ্লিষ্ট ব্যালট বাক্স, ব্যালট পেপার, ব্যালটের মুল অংশ, রেজাল্টশীটসহ ভোটার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এসব আদালতে পৌঁছানো হয়। অরক্ষিত ভাবে আদালতে পৌঁছানোর অভিযোগ এনে বিবাদী পক্ষে মেয়র আফজাল হোসেন রানার আইনজীবীরা ট্রাইব্যুনাল কর্তৃক ঐসকল ব্যালট ও কাগজপত্র গ্রহনের বিরোধিতা করে। পরবর্তীতে  আদালত তা গ্রহন করে আদেশ দেন। অপরদিকে মেয়রের পক্ষে লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. মোফাজ্জেল হোসেন নির্বাচন সংক্রান্ত ব্যালট জেলা প্রশাসকের ট্রেজারীতে রাখার আবেদন করলে তা না মঞ্জুর করে আদালতের বিশেষ হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।

মামলার বাদী মেয়র প্রার্থী আলহাজ্জ লিয়াকত আলী তালুকদারের আইনজীবি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, গত ২৪ মার্চ অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভা নির্বাচন সংক্রান্তে বেশ কয়েকটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।  যাহার নং ৫/২০১১। অভিযোগ গুলোর মধ্যে রয়েছে পোলিং এজেন্টদের কেন্দ্রের মধ্যে ডুকতে না দেয়া, ব্যালট ও ব্যালটের মুল অংশের সাথে গড়মিল, অশিক্ষিত ভোটারদের টিপ নেয়ার বিধান থাকলেও ভোটারের টিপ নেয়া, জাহাজ মার্কার ব্যালট আনারস প্রতীকে গননাসহ ইচ্ছাকৃত ভাবে ভোট গননায় দেরী করা।

এ সকল অভিযোগে লিয়াকত আলী তালুকদার গত ২৭ এপ্রিল যুগ্ম-জেলা জজ ১ম আদালতে মেয়র আফজাল হোসেন রানা, সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, মেয়র পদে সকল প্রতিদ্বন্ধী প্রার্থী ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিবাদী করে মামলা দায়ের করে।

গত ৫মে আদালত নির্বাচনে ব্যবহৃত ব্যালটসহ সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করার আদেশ প্রদান করেন। পরবর্তীকালে ঐ আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষে নিয়োজিত কৌশলী আদেশ বাতিলের জন্য আবেদন জানায়। বৃহস্পতিবার বিবাদী পক্ষের দাখিলকৃত সকল আবেদনের শুনানী হয়। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক মো: হাবিবুর রহমান সিদ্দিকী  আগামী ২৫ মে সার্ভিস রিটার্ন দাখিলের দিন ধার্য করেন।