ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা বোর্ডে চতুর্থ

মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় ৪র্থ স্থান পেয়েছে। এই মাদ্রাসা থেকে ১৩০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯১ জন এবং সাধারন বিভাগে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিরা এ-গ্রেডে উত্তীর্ন হয়েছে। মোট ২৪৫ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান নেছারাবাদী জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের পড়া লেখার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার কারনেই এই ফলাফল লাভ করা সম্ভব হয়েছে। তিনি জানান, এই মাদ্রাসা ২০১০ সনে মাদ্রাসা বোর্ডে ১ম স্থান অধিকার করে ঈর্ষনীয় ফল লাভ করতে সক্ষম হয়েছিলো।