বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেরা সংখ্যায় মেয়েরা এগিয়ে

মেয়েদের চেয়ে ছেলেরা পাসের হারে এগিয়ে রয়েছে। তবে পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে। এ বোর্ডে পাসের হার ৭৮.৩০ভাগ আর জিপিএ-৫’র সংখ্যা ২৭৫৫। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেলোয়ার হোসাইন হাওলাদার সংবাদ সন্মেলbarisla Zilla Schoolনে এ তথ্য প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন স্কুলের ছেলে মেয়েরা পড়ালেখায় মনোযোগী হওয়াসহ শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখায় ফলাফল ভাল করছে।

জানা গেছে, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এরমধ্যে ৪৮ হাজার ২২২ জন পরীক্ষার্থী পাস করেছে। ছেলেদের পাসের হার ৭৯.৪৪ ভাগ এবং মেয়েদের পাসের হার ৭৭.১৯ ভাগ। ২৩ হাজার ৯৭৬ জন ছেলে ও ২৪ হাজার ২৪৬ জন মেয়ে পাস করেছে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১.৭৩ ভাগ। এরমধ্যে ছেলেদের ৯১.৯৫ ও মেয়েদের পাসের হার ৯১.৪০ ভাগ। বিজ্ঞান বিভাগে ৮৬২২ জন পাস করেছে। ছেলে ৫ হাজার ২১২ এবং মেয়ে ৩ হাজার ৪১০ জন । জিপিএ -৫ এর সংখ্যা ২ হাজার ৮ জন। ছেলেরা ১হাজার ২৪০ আর মেয়েরা ৭৬৮ জন।

মানবিক বিভাগে পাসের হার ৬৯.৬৯ ভাগ। পাসের হারে ছেলে ৬৮.৪১ ভাগ ও মেয়ে ৭০.৪১ ভাগ। মোট পাস করেছে ২০ হাজার ৪১৭ জন। ছেলে ৭ হাজার ১৭১ জন ও মেয়ে ১৩ হাজার ২৪৬ জন। জিপিএ-৫’র সংখ্যা ১১৬ জন। ছেলে ৩৬ ও মেয়ে ৮০ জন।

বানিজ্য বিভাগে পাসের হার ৮৩.৭৯ ভাগ। ছেলেদের পাসের হার ৮২.৬২ ভাগ। মেয়েদের পাসের হার ৮৫.৬৩ ভাগ। পাস করেছে ১৯ হাজার ১৮৩ জন। এরমধ্যে ছেলে ১১ হাজার ৫৯৩ জন এবং মেয়ে ৭ হাজার ৫৯০ জন। জিপিএ-৫’র সংখ্যা ৬৩১ জন। এরমধ্যে ছেলে ৩৪০ জন। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ২৪১টি। প্রসঙ্গত গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪.৬৪ ভাগ।