ইন্টারনেট বিরম্বনা

বৃহস্পতিবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত ইন্টারনেট বিরম্বনায় ভূগতে হয়েছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এসব উপজেলার সংবাদকর্মীরা। ইন্টারনেট বিরম্বনায় সংবাদকর্মীরা যথা সময়ে পত্রিকা অফিসগুলোতে সংবাদ প্রেরন করতে পারেননি।

সূত্রমতে, বৃহস্পতিবার একযোগে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষনিক পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও নিকট আত্মীয়-স্বজনেরা পরীক্ষার রেজাল্ট জানার জন্য ওইদিন দুপুর বারোটা থেকে ইন্টারনেট ব্যবহারে ঝুঁকে পরেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একসাথে অতিরিক্ত লোক ইন্টারনেট ব্রাউজ করার কারনেই ইন্টারনেটের নেটওয়ার্ক বিড়ম্বনায় পরতে হয়েছে।