গৌরনদীর সোনার ছেলে

(ধানকাটার শ্রমিক হিসেবে) মেহেন্দিগঞ্জে গ্যাছে। আইজ অর মেট্টিক পরীক্ষার রেজাল দিছে। মোর বাপে নাহি ভাল পাশ করছে। এই খবর মোর বাপে এ্যাহন তরিৎ হোনতে পারে নায়। পাশতো বাপে করছে এ্যাহন যে কি কইরা কলেজে ভর্তি হইবো হেই চিন্তাই করছি। মোর বাপের খুব ইচ্ছা ল্যাহাপড়া মোজাম্মেলকইরা বড় হইয়া চাকরি বাকরি কইরা একদিন মোগো সোংসারের হক্কলডির কষ্ট ঘুটাইবো। আল্লায় কি মোর বাপের মোনের আশা পূরন করবো” বলেই কান্নায় ভেঙ্গে পরেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দিনমজুর মোজাম্মেল হোসেনের মা লিপি বেগম (৪২)।

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষায় মোজাম্মেল জিপিএ-৫ পেয়েছে।

সূত্র মতে, গৌরনদীর বোরাদী গরঙ্গল গ্রামের মানসিক ভারসাম্যহীন ছিদ্দিক হাওলাদারের ৫ কন্যা ও ১ পুত্র সন্তানের মধ্যে মোজাম্মেল হচ্ছে চতুর্থ। গত তিনবছর থেকে দিনমজুর ছিদ্দিক মানসিক ভারমাস্যহীন হওয়ার পর থেকে তার সংসারে অভাব যেন জেঁকেই বসেছিলো। আট সদস্যর পরিবারে সংসারের হাল ধরতে তার (ছিদ্দিকের) একমাত্র পুত্র মোজাম্মেল দিনমজুরের কাজ শুরু করেন। কাজের ফাঁকে ফাঁকে পড়াশুনা চালিয়ে যান মোজাম্মেল।

প্রতিবেশী আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ফকিরের সহযোগীতা ও উৎসাহে লেখাপড়ায় হাল ছাড়েনি মেধাবী মোজাম্মেল। একদিকে সংসারের খরচ বহন করা অন্যদিকে লেখাপড়া কোন কিছুতেই পিছু ফেরাতে পারেনি মেধাবী মোজাম্মেলকে। অন্যান্যদের সহযোগীতার পাশাপাশি মোজাম্মেলের বোন কহিনুর আক্তার গ্রামের শিশু কিশোরদের প্রাইভেট পরিয়ে ভাইয়ের সাথে সংসারের হাল ধরেন। শত কষ্টের মাঝেও এবারের এসএসসি পরীক্ষায় মোজাম্মেল অংশগ্রহন করেন।

কহিনুর আক্তার জানান, কখনো কোনদিন প্রাইভেট কি জিনিস তার কোন ছাঁপ পরেনি তার ভাই মোজাম্মেলের ওপর। তিনি আরো জানান, পরীক্ষার পরবর্তী সময়ে তার ভাই মোজাম্মেল ৪০দিনের কর্মসূচী প্রকল্পে কাজ করে। সে প্রকল্প শেষ হওয়ার পর ১৫ দিনের জন্য গত ৬দিন পূর্বে ধানকাটা শ্রমিক হিসেবে তার ভাই মেহেন্দীগঞ্জে গিয়েছে। রেজাল্টের দিন (১২ মে) সন্ধ্যা সাতটা পর্যন্ত মোজাম্মেলের কাছে তার জিপিএ-৫ পাওয়ার খবর পৌঁছানো যায়নি।

কহিনুর আরো জানান, মোজাম্মেল ভাল রেজাল্ট করার পর তারা এখন আরো চিন্তিত হয়ে পরেছেন। অর্থাভাবে তার কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পরেছে। অভাব যাদের নিত্যদিনের সঙ্গী সেখানে মোজাম্মেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আকাশ কুসুম ছাড়া আর কিছুই নয়। এ নিয়ে মোজাম্মেলের পরিবার এখন মহা দুশ্চিন্তায় রয়েছেন।

-খোকন আহম্মদে হীরা – ফাহিম মুরশেদ


গৌরনদী ডট কমের পক্ষ থেকে মোজাম্মেল-কে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন