ডাক্তারের অবহেলায় শিক্ষিকার মৃত্যুর অভিযোগ

মহল্লায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই মহল্লায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর সদরের গৌরনদী কিন্ডার গার্টেনের শিক্ষিকা শান্তনা মিস্ত্রি (২৮)। গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে শান্তনা চরগাধাতলীর প্রত্যাশা ভবনের ভাড়াটিয়া বাসায় হঠাৎ করে অসুস্থ্য হয়ে পরেন। তাৎক্ষনিক পাশ্ববর্তী বাসার ভাড়াটিয়া শওকত হোসেন ও রায়হান মোল্লা অসুস্থ্য শিক্ষিকার চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসক ডাঃ সুকদেব কুন্ডর চেম্বার গৌরনদী বন্দরে ছুঁটে যান। এমবিবিএস ডাঃ সুকদেব কুন্ড বাসায় আসতে অপরাগতা প্রকাশ করেন। অন্যকোন চিকিৎসক না পেয়ে স্থানীয়রা তিনবার তাকে (ডাঃ সুবদেবকে) অসুস্থ্য শিক্ষিকার চিকিৎসার জন্য তার চেম্বারে আনতে গিয়েও ব্যর্থ হন। ততক্ষনে দুপুর বারোটার দিকে শিক্ষিকা শান্তনা মিস্ত্রি মৃত্যুর কোলে ঢলে পরেন।

চিকিৎসকের অবহেলায় শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে স্থানীয় পৌর কাউন্সিলরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাদশা মিয়াসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করেন, এরপূর্বেও ডাঃ সুকদেব কুন্ডর অবহেলায় একাধিক রোগীর মৃত্যু হয়েছে। শিক্ষিকা শান্তনার ভাই গৌতম মিস্ত্রি অভিযোগ করে বলেন, ডাঃ সুকদেব কুন্ডর অবহেলার কারনেই আমার বোন শান্তনা মারা গেছে। আমি ওই ডাক্তার নামের কসাইর বিচার চাই, বলেই কান্নায় ভেঙ্গে পরেন গৌতম। এ ব্যাপারে গৌতম মিস্ত্রি মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করেন।