নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাবেন যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনিতে আসছেন। তাঁর এই আগমনের মধ্য দিয়ে প্রায় শত কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন হবে। তাই আজকের দিনটি কালকিনি উপজেলাবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি উপজেলায় ৬টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও আওয়ামীলীগের জনসভায় ভাষনদানসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে দিন ব্যাপি ব্যস্ত সময় কাটাবেন বলে তাঁর একান্ত সচিব শাহ মোঃ আমিনুল হকের স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাওয়া হয়ে সকাল সাড়ে ৮টায় মাদারীপুরে উপস্থিত হবেন এবং সড়ক ও জনপদ বিভাগের অধীনে কালকিনি- মাদ্রা সড়কের চৌরাস্তা কুলপদ্দী নামক স্থানে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপরে সকাল ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসষ্ট্যান্ডে সড়ক ও জনপদ বিভাগের অধীনে কালকিনিÑ ভূরঘাটা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এই সড়কটি যাতায়তে ঝুকিপূর্ণ হয়ে রয়েছে দীর্ঘদিন থেকেই। তিঁনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই উক্ত সড়কটি এলজিইডি থেকে সড়ক ও জনপদ বিভাগের অধীনে নিয়ে যান। উপজেলাবাসীর যোগাযোগের মূল মাধ্যম এ সড়কে গত প্রায় আড়াই বছরেও মেরামত না করায় হতাশ হয়ে পড়েছিল সকলেই। ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আজ সেই হতাশার অবসান ঘটবে বলে অনেকেই জানিয়েছেন।

সকাল সাড়ে ৯টায় সৈয়দ আবুল হোসেন একাডেমী’র নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্য সেবা উন্নতকরণের লক্ষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সর ৩তলা বিশিষ্ট ভবন প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। নবনির্মিত ভবন উদ্বোধন না করায় তাতে এখনো কার্যক্রম শুরু করা হয়নি। উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ইতিপূর্বে রাখা হয়েছিল। কিন্তু সৈয়দ আবুল হোসেনের আগমনের তারিখ বারবার পরিবর্তন হওয়ায় এই নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল পৌনে ১০টায় এই নবনির্মিত ভবন উদ্বোধন করবেন।

এরপরে বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটে উপস্থিত হয়ে আড়িয়াল খাঁ নদীর পশ্চিমপাড়ে সকাল ১১টায় ও পূর্বপাড়ে সাড়ে ১১টায় বহুল প্রত্যাশিত খাসের হাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। শহীদ নুরুল ইসলাম বীর বিক্রম সড়কের উদ্বোধন করবেন দুপুর ১২টায় খাসেরহাট বাজারে। দুপুর সাড়ে ১২টায় মধ্যাহ্ন বিরতীর পর খাসেরহাট বাজার তহশিল অফিস প্রাঙ্গনে দেড় টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ৩টায় খাসেরহাট ত্যাগ করে কাওড়াকান্দি ঘাট দিয়ে ঢাকায় যাবেন এবং তার ঢাকার গুলশান বাসভবনে বিকাল ৬টায় উপস্থিত খাকার কথা রয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত উন্নয়নমূলক কার্যক্রমগুলো শুরু করতে গত ৯এপ্রিল তিনি কালকিনিতে আসবেন বলে শোনা যাচ্ছিল। পরে শোনা গেল তিনি ১০এপ্রিল আসবেন। পরবর্তীতে সৈই তারিখও পরিবর্তন করে শোনা গেল ২৭এপ্রিল তিনি কালকিনিতে আসবেন। কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততায় আসতে পারেননি।