আলীকদমে ডাকাতি : সেনা অভিযানে গ্রেফতার ১

দিবাগত রাতে ডাকাতি সংগঠিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সেনা বাহিনীর টহল দল স্থানীয়দের সহযোগিতায় গতকাল শনিবার একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

আলীকদম থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে আমতলী এলাকার এসবিএম ইটভাটার কিছু শ্রমিক বাজার থেকে ব্রিকফিল্ডে ফিরছিল। এসময় শ্রমিকরা সবুরঘোনা এলাকায় পৌঁছুলে  ৪/৫জনের ডাকাতদল তাদের গতিরোধ করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতদলের কাছে প্রথম হামলার শিকার ইটভাটা শ্রমিক হার”নুর রশিদ জানান, তারা ৯জন শ্রমিক বাজার থেকে রাতে ইটভাটায় ফিরছিল। ফিরতিপথে সবুরঘোনায় পৌঁছুলে প্রথমে তাকে ডাকাতদল মারমিট করে একটি মোবাইল সেট ও নগদ ৩৭০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার পেছনে থাকা ৮ জন শ্রমিকের কাছ থেকে আরো ৯টি মোবাইল সেটসহ নগদ এক হাজার টাকার মতো ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদলের ধারালো দায়ের কোপ ও লাঠির আঘাতে হালিম (৩৮), পিতা- আব্দুল করিম নামের একজন শ্রমিক মাথায় ও বুকে গুর”তর জখম হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের ও সেনাবাহিনীর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করেন। হামলার শিকার শ্রমিকের বাড়ি লক্ষ্মিপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরকোপা গ্রামের বাসিন্দা।
 
রাতে ঘটনায় পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার বেলা সাড়ে এগারটার সময় আলীকদম জোনের সেনা সদস্যের একটি দল ডাকাত সর্দার সৈয়দ করিম (৩৫) কে পূর্ব পালং পাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাত সর্দার করিম স্থানীয় জালাল আহামদের পুত্র। তার বির”দ্ধে ইতোপূর্বে বেশ কয়েকটি ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। সে দু’বছর জেলে ছিল। সম্প্রতি সে জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় আসে। আটককৃত ডাকাত সৈয়দ করিম জানান, সে ঘটনার সাথে জড়িত নয়।

এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা র”জু হয়েছে। মামলা নং- ৩ তারিখ- ১৫/০৫/২০১১ ইং; ধারা- ৩৯৪।