জিসিএ ও সুফিয়া কামাল ফেলোদের সাথে জিডিআরসি’র মতবিনিময় সভা

সহযোগিতায় দু’দিন ব্যাপী পৃথক দুটি মতবিনিময় সভা শুক্রবার  শুরু হয়েছে। বিকাল সাড়ে তিনটায় ঝালকাঠি পৌরসভা হলরুমে ও জিডিআরসি হলরুমে কর্মসূচীর উদ্বোধনী দিনে জিসিএ ও সুফিয়া কামাল ফেলো সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন  অংশ নেয়।

জিসিএ দলের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর সচিব হুমায়ুন কবির, কাউন্সিলর প্রনব কুমার নাথ ভানু। ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র সিডিটি কর্মকর্তা লুৎফর রহমান, আঞ্চলিক কর্মকর্তা রনজিৎ দত্ত কোর্স পরিচালনা করেন। অনান্যের মধ্যে নলছিটি উপজেলা ভাইসচেয়ারম্যান ডালিয়া নাসরিন, সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, এফপিএবি সভাপতি মনোয়ার হোসেন খান, ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, প্রেস ক্লাব সম্পাদক কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, ওয়ার্ক ফাউন্ডেশন নির্বাহী পরিচালক দীপু লাল দাস, সাংবাদিক শ্যামল সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটির আনোয়ার হোসেন আনু, এ্যাড. সাকিনা আলম লিজা, প্রভাষক জেসমিন বানু বন্যা প্রমূখ অংশ নেয়।

মতবিনিময় সভায় সরকার গৃহীত বিভিন্ন নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জেলার জিসিএ দলের আলোচনা করা হয়। অন্যদিকে একই ইস্যুতে জিডিআরিসি হলরুমে জেলার সুফিয়া কামাল ফেলোদের কোর্স পরিচালনা করেন সিডিটি কর্মকর্তা ভাস্কর চক্রবর্তী।