বরিশালের গৌরনদী উপজেলার গতকাল সোমবার ও রবিবার রাতে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামে হামলা ও সংঘর্ষে আহত হয়েছে ফেরদাউস তালুকদার, রানা সরদার, শাহ আলম খলিফাসহ ৫ জন। একইদিন গভীর রাতে তুচ্ছ ঘটনায় প্রিন্স পরিবহনের ষ্টাফরা হামলা চালিয়ে আহত করেছে জয়শ্রী গ্রামের ইব্রাহিম হোসেন ও ভরসাকাঠী গ্রামের তোফায়েল হোসেন জুয়েলকে। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে মেদাকুল গ্রামের মুক্তা বেগম, কমলাপুর গ্রামের জহিরুল ইসলাম ও মনিকা বেগম। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।