মামলা করে বিপাকে পড়েছেন সাবেক সেনা কর্মকর্তা আলাউদ্দিন

মামলা দায়ের করে বিপাকে পড়েছেন গৌরনদী উপজেলার কালনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সাজেন্ট আলাউদ্দিন খন্দকার (৫৬)। মামলা প্রত্যাহারের জন্য আসামিদের অব্যাহত হুমকির মুখে তিনি (আলাউদ্দিন) ও তার পরিবারের লোকজন গত ৫ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আলাউদ্দিন খন্দকারের অভিযোগে জানা গেছে, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রিংকু হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা অতিসম্প্রতি তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। দ্বিতীয় দফায় হামলাকারীরা অবসরপ্রাপ্ত সেনা সাজেন্ট আলাউদ্দিন খন্দকারকে কুপিয়ে ও তার স্ত্রী জায়েদা বেগম, পুত্র রানা, রনিকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আলাউদ্দিন খন্দকার বাদি হয়ে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সন্ত্রাসী রিংকুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার খবর জানতে পেরে সন্ত্রাসী রিংকু ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা গত ৫ দিন ধরে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।