একজন অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়াতে পরিবারের আহবান

বাড়ি তার ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায়। গ্রামের বাড়ি কেওড়া ইউনিয়নের পিপলিতায়। নাম আফজাল হোসেন জোমাদ্দার। স্বাধীনতার পূর্বে তিনি পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিজ অস্ত্র নিয়ে পালিয়ে আসেন মুক্তিযোদ্ধার দলে। যুদ্ধ করেন পাকহানাদারের বিরুদ্ধে বিভিন্ন রনক্ষেত্রে। সহকর্মী মুক্তিযোদ্ধা আরএ জামান চলে গেছেন দুনিয়া থেকে। বারবার মনে পড়ে তার মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা। মনে পড়ে স্বাধীনতার কথা। মনে পড়ে স্বাধীনতা যুদ্ধে বাঙালীর আত্মচিৎকারের কথা।

গত দেড় বছর ধরে অসুস্থ অবস্থায়  বিছানায় পড়ে থাকা সেই মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জোমাদ্দার আজ নি:শ্বাস ফেলে বারবার নিজের কাছে নিজেই হেরে যাচ্ছেন চিকিৎসার অর্থাভাবে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব বিগত ১১ অকটোবর ২০১০ তারিখে মুক্তিযোদ্ধা সনদপত্র প্রাপ্তহন তিনি। যাহার সনদ নং ম ১৬০১৮৪।

মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এখন চিকিৎসার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট সাহায্যের অপেক্ষায়। উল্লেখ যে হৃদরোগে আক্রান্ত থাকার কারনে বরিশালের ডা: একেএম তকিব উদ্দীন আহমেদ’র চিকিৎসাপত্র অনুযায়ী প্রতি মাসে ২৮ হাজার ৯শ ৬০ টাকার ঔষধ ব্যবহার করতে হচ্ছে। মানবিক কারনে তাহার চিকিৎসার জন্য অর্থ প্রেরনের ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং ৬৯৯৮, জনতা ব্যাংক, ঝালকাঠি কাপুড়িয়া পট্টি শাখা, ঝালকাঠি। স্ত্রী হোসনেয়ারা বেগম এখন স্বামীর অসুস্থ্যতা নিয়ে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। আর দীর্ঘশ্বাস ফেলে বারবার বলছেন “হে পরম করুনাময় তুমি আমাকে সাহায্য করো”।