অবশেষে প্রধান শিক্ষকের পদে পূর্ণবহাল হলেন গৌরনদীর জাহাঙ্গীর হোসেন

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মোঃ নুরুল হক মিয়া জানান, বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও গৌরনদী উপজেলার চেয়ারম্যান শাহ আলম খান প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পূর্ণবহালের ব্যাপারে উদ্যোগ নেন। তারি ধারাবাহিকতায় আদালতের রায় পেয়ে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন স্কুলে যোগদান করেছেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, তার দায়ের করা জজকোর্টের রায়ের বিরুদ্ধে তৎকালীন ম্যানেজিং কমিটি হাইকোর্টে রিভিশন মামলা করেন। মামলাটি উত্তোলন করা না হলে তার বেতন ভাতা বন্ধ থাকবে। এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক মিয়ার বলেন, আগামি ৫ এপ্রিল ম্যানেজিং কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে মামলাটি উত্তোলন করা হবে।

You may also like