বরিশাল রেঞ্জ পুলিশের ৭ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শুরু

ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি ডাঃ মোঃ আবদুর রহিম।

ডাঃ মোঃ আবদুর রহিম ভূমি বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানে এবং জনদুর্ভোগ কমাতে উপস্থিত প্রশিক্ষনার্থী সাব-ইন্সপেক্টর ও সহকারী সাব-ইন্সপেক্টরদের নানা দিকনির্দেশনা দেন। বরিশাল জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আসামীদের সাজা নিশ্চিত করতে তদন্তের মান উন্নয়নে এ ভূমি ব্যবস্থাপনা কোর্স উলেখযোগ্য ভূমিকা রাখবে। কোর্সে বরিশাল, ভোলা, ও পটুয়াখালী জেলার মোট ২৫ জন পুলিশ অফিসার অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম, বরিশাল আদালতের জিপি (গর্ভমেন্ট পিডার) কেবিএস আহাম্মদ কবির, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল মোতালেব ও মোঃ রবিউল ইসলাম।