মিথ্য মামলায় ঘর ছারা আহত নাজেম আলীর পরিবার

প্রতিপক্ষ কর্তৃক উল্টো দায়ের করা মিথ্যা মামলায় ঘর ছারা ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের রজ্জুব আলী হাওলাদারে পুত্র নাজেম আলী হাওলাদার ও তার পরিবার। আহত নাজেম আলী হাওলারকে গুরুতর অবস্থায় ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বাকী আহতরা হল নিজাম, রাকিব ও মা নাসিমা বেগম।

হাসপাতাল সত্রে জানা গেছে, নাজেম আলী হাওলাদাররের পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংস জমি জোর পূর্বক ভোগ দখল করছিল তার চাচাত ভাই আলী হোসেন ও আকাব্বার। এ নিয়ে দু পরিবারের মধ্যে অনেক পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। সর্বশেষ গতকাল নাজেমের ছোট ভাই নিজামকে একা পেয়ে মারধর করে আলীহোসেন সহ কয়েকজন। খবর শুনে বড় ভাই নাজেম আলী , রাকিব ও মা রাহিমা বেগম এগিয়ে গেলে আলী হোসেন সহ আকব্বর , এসকেন, সিদ্দিক ধারলো অস্ত্র নিয়ে তাদের উপরও হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা নাজেম আলীর মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে নাজেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঝালকাঠী  সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার পরপরই প্রতিপক্ষ আলী হোসেন গংরা নিজামের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওদিকে প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আহত নাজেম আলী হাসপাতলেও নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানিয়েছে বোন নাসিমা বেগম।