কৃষি খাতকে উন্নয়নের লক্ষে খাল খনন কার্যক্রম শুরু

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আওতাধীন বরিশাল-ঝালকাঠি জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট-মোল্লাপাড়া খালের ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে। এ খালের আওতায় ৩শ’ হেক্টর জমি চাষাবাদ করা হয়। যাতে ৪২০টি কৃষি পরিবার এ সেচের আওতায় উপকৃত হবেন। খাল পুনঃখননে বিএডিসি গৌরনদী-আগৈলঝাড়ায় একটি প্যাকেজে বরাদ্দ ধরেন ১৭ লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে মেসার্স সাদমান এন্টারপ্রাইজ আগৈলঝাড়া অংশের কাজের সর্বনিন্ম দরদাতা হিসেবে খাল খননের কাজটি পায়। কাজ শুরু থেকে ৪০ দিনের মধ্যে পুরো কাজটি সম্পন্ন করার নির্দেশ রয়েছে। খালটি খননের কাজ সম্পন্ন হলে খালের দু’পাশে চলতি ইরি-বোরো মৌসুমে আবাদকৃত উফসী বোরো ফলন বাম্পার হতে পারে। আর এতে সরকারের কৃষি বিভাগের লক্ষ মাত্রা অর্জন সম্ভব হবে বলে কৃষকরা জানান। এ খালটির মতো উপজেলার আরো যে সকল গুরুতপূর্ণ খাল রয়েছে সেগুলোও পুণঃখনন করার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খননকৃত গুরুতপূর্ণ খালটির প্রবেশ মুখে সাহেবেরহাট বাজারে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীরা খাল বন্ধ করে স্থাপনা তৈরি করায় পানি নিস্কাশনে বিঘিœত হচ্ছে। স্থানীয় কৃষকেরা প্রশাসনের মাধ্যমে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।