ধারা অক্ষুন্ন রেখেছে প্রশান্ত বাড়ৈ। দরিদ্রতাও হার মানাতে পানেনি প্রশান্ত বাড়ৈকে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে উপজেলার জলিরপাড় গ্রামের প্রফুল্ল বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ। পাঁচ ভাইয়ের মধ্যে প্রশান্ত ৪র্থ ভাই। চারভাই মেধাবী ছাত্র। সে ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। প্রশান্ত দৈনিক ৫/৬ ঘন্টা পড়াশুনা করত। পড়াশুনার ফাঁকে অন্যর জমিতে কাজ করে পড়ালেখার খরচ যোগাতো। বাবা প্রফুল্ল বাড়ৈ একজন কাঠমিস্ত্রী। স্বল্প আয়ে সংসার চালিয়ে মেধাবী পাঁচ পুত্রের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। প্রশান্তর মেঝ ভাই পরিমল ঢাকা তিতুমির কলেজে,সেঝ ভাই প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও ছোট ভাই পিযুশ ৭ম শ্রেণীতে লেখাপড়া করছে। অন্যদিকে অভাবের কারনে প্রশান্ত বড় ভাই লেখাপড়া বন্ধ হয়ে যায়।ভাল রেজাল্ট করাসত্বেও প্রশান্ত বাড়ৈর অর্থের অভাবে কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ সাফল্যের জন্য তার পিতা, মাতা, স্কুল শিক্ষক পুলিন বাড়ৈর কাছে সে কৃতজ্ঞ। প্রশান্ত জানায়, পড়াশুনা করে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে দেশ ও মানুষের কল্যানে নিয়োজিত থাকার আশা করলেও সে আশা অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।