একই বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমী থেকে বিল্ডিং ট্রেড শাখায় এবারের এসএসসি পরীক্ষায় রবিউল জিপিএ-৫ পেয়েছে। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু ৬ সদস্যর পরিবারে তাদের আর্থিক দৈনত্যার কারনে রবিউলের এখন কলেজে ভর্তি হওয়াই অনিশ্চিত হয়ে পরেছে। ওই বিদ্যালয়ের সুপারেনটেনডেন্ট মোঃ মনির হোসেন আকন বলেন, রবিউল ইসলাম খুব মেধাবী ছাত্র। সমাজের মহানুভব সমাজপতিদের আর্থিক সহযোগীতা পেলে রবিউলের স্বপ্ন পূরন হবেই।