গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের সৈয়দ আলী খানের সহয় সম্পত্তি আত্মসাতের জন্য দীর্ঘদিন থেকে নানামূখী ষড়যন্ত্র করে আসছে তার পুত্র সামচুল আলম খান। এ নিয়ে রবিবার রাতে সামচুল আলমের সাথে তার ভাই নুর আলম খানের বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে সামচুল আলম হামলা চালিয়ে গুরুতর আহত করে তার পিতা সৈয়দ আলী খান, মা আছিয়া বেগম, ভাই নুর আলম খান, ভাবী সেলিনা বেগম, ভাতিজী সোনিয়া ও সুমাইয়াকে। স্থানীয় রক্তাক্ত জখম অবস্থায় আহতদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেছে।