ঝালকাঠিতে হারুনের স্প্রিট বিক্রি চলবেই!

বিক্রি করছে হারুন নামের এক হোমিও প্যাথিক ব্যবসায়ী। এলাকাবাসির এ ধরনের অভিযোগে সোমবার সন্ধ্যায় সদর থানা পুলিশ তার দোকানে হানা দেয়। এ সময় অবৈধ ও নেশাজাতীয় বেশ কিছু ঔষধ পুলিশ আটক করে। পরে তার অনুরোধের কারনে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে বলে জানাগেছে। তবে পারিবারিক সুত্রে পুলিশের ভুল ইনফরমেশনের  কথা বলা হয়েছে।
 
এলাকাবাসি জানিয়েছে, হারুন মিয়া দীর্ঘ দিন যাবত ফার্মেসী ব্যবসার আড়ালে নেশাজাতীয় ঔষধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করে  আসছে। ফলে এলাকার উঠতি বয়সী ছেলেরা সস্তা নেশায় জড়িয়ে পড়ছে। অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই শফিক তার দোকানে হানা দেয়। এ সময় স্থানীয় কাউন্সিলর সেলিম মুন্সি উপস্থিত ছিলেন। পুলিশ তাকে ছেড়ে দিয়ে যাবার পর স্থানীয়রা বলেছেন তাহলে হারুনের এ ব্যবসা চলবেই!