বরিশালের গৌরনদীতে গতকাল বুধবার সকালে ডটস্ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সেকান্দার আলী মোল্লাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ মাহবুব খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলহাজ্ব মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের উপজেলা ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক এনামুল হক, কর্মসূচী সংগঠক নিলুফা খানম প্রমুখ।