৩১ মে’র মধ্যে শিক্ষকদের দাবী আদায়ে সরকারকে হুমকী

এর মধ্যে বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকরী জাতীয়করন করা  না হলে  কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়েছে। সরকার শিক্ষক কর্মচারীদের দাবী মেনে না নিলে আইনী লড়াইয়ে শিক্ষা মন্ত্রীকে আইনের কাঁঠগড়ায় আনা হবে। মঙ্গলবার দুপুর আড়াইটায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব সেলিম ভুঁইয়া সংগঠনের ঝালকাঠি জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থার গুনগত মান না বাড়লেও জিপিএ ৫ এর ছড়াছড়ি চলছে। দেশকে ডিজিটাল করতে হলে আগে সরকারকে জাতি গড়ার কারিগর শিক্ষকদের কথা চিন্তা করতে হবে।

আ: বারেক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ রাফিফা আফরোজ, অধ্যক্ষ নূর আফরোজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, বাকশিসের আহবায়ক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, গোলাম হোসেন সোহেল, প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জেল হোসেন প্রমূখ।  সম্মেলনের উদ্ধোধন করেন প্রেসিডিয়াম  সদস্য হেলাল উদ্দিন আকন।

সম্মেলন শেষে বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনকে সভাপতি ও কে এ খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আ: বারেক মিয়াকে সাধারন সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।