বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বড় খালা জেবুন্নেছা বেগম (৭৮) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…. রাজিউন)। তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছে। গতকাল বুধবার সকালে মরহুমার জানাজা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মরহুমার জানাজার নামাজে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোতুর্জা খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালন এডভোকেট বলরাম পোদ্দার বাবলু গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।