গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আহত সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামে সোমবার বিকেলে সিদ্দিক হাওলাদারের পুকুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের সিদ্দিক হাওলাদার, লিপি আক্তার, বিপ্লবী বেগম, আলেয়া বেগম, খোকন হাওলাদার ও রাজিব হাওলাদার সহ ৭ জন আহত হয়। আহত সিদ্দিক, লিপি, আলেয়া, খোকন ও রাজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।