এব্যাপারে এলজিইডি বিভাগের কাজের তদারকি কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানকে নিম্ন মানের সামগ্রী ব্যবহার না করার জন্য চিঠি দিলেও তা উপেক্ষিত। স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ওয়াপদা সড়কের স্লুইচ গেট হইতে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এলজিইডি বিভাগের আই, আর, ডি, পি প্রকল্প থেকে ১ কিঃমিঃ সড়ক নির্মাণের জন্য ২০১০সালে ২৯ লক্ষ ১৯ হাজার ৬শ ৮৬ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারটি উপজেলার সাদমান বিল্ডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়।
গতবছর ১৬ নভেম্বর থেকে কাজটি শুরু হয়ে চলতি বছরের ১৬ ফেব্র“য়ারী কাজটি শেষ করার নিয়ম রয়েছে। কাজ শুরু থেকেই প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটি করছে বলে এলাকাবাসী অনেকেই অভিযোগ করেন। সড়কটিতে নিম্নমানের খোয়া দিয়ে কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এঘটনা স্থানীয়রা উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামকে জানালে তিনি কাজের তদারকি কর্মকর্তা এসও আলমগীরকে পাঠিয়ে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার সত্যতা পেয়েছেন।
ওই দিনই তিনি ঠিকাদার প্রতিষ্ঠান সাদমান বিল্ডার্সকে চিঠি দিয়ে নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মান না করার জন্য নির্দেশ দেন। এলজিইডি বিভাগ নির্দেশ দেয়ার পরেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় নিম্নমানের খোয়া দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কথা শুনে আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি।